উখিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের আগমন উপলক্ষে উখিয়া হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
উখিয়া, কক্সবাজার | ৩ এপ্রিল ২০২৫
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর-এর উখিয়া উপজেলা সফর উপলক্ষে আজ ৩ এপ্রিল ২০২৫ খ্রি. শনিবার সকাল ১১টায় উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ও সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য বিভাগ, উখিয়া, কক্সবাজার-এর আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সভায় স্বাস্থ্য খাতের বর্তমান অবস্থা, চাহিদা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা হয়। এতে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মহাপরিচালক অধ্যাপক ডা. মোঃ আবু জাফর তাঁর বক্তব্যে সরকারের স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি স্বাস্থ্যকর্মীদের আন্তরিকতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং উখিয়া অঞ্চলের স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করার আশ্বাস দেন।
এই মতবিনিময় সভা স্থানীয় স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধি ও সমন্বিত উদ্যোগ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস